আলাইপুর একটি আদর্শ গ্রাম, যার একপাশ দিয়া বোয়ে গেছে আঁকাবাঁকা ছোট্ট একটি নদী
নাম যার আঠারোবেকি নদী।এই গ্রামে আছে আদর্শ একটি প্রাইমারী ইস্কুল এবং একটি
ম্যাধমিক ইস্কুল আরও আছে একটি ডিগ্রী কলেজ, আঁকাবাঁকা নদীটার উপর দিয়ে নির্মিত
হয়েছে বিশাল একটি সেতু, যা গ্রামের শোভা বাড়িয়ে দিয়েছে এই গ্রামে আছে বিশাল একটি
খেলার মাঠ যা সমাজিক ধর্মীয় অনুষ্ঠানের স্থান হিসাবেও ব্যবহার করা হয়, তার পাশেই
আছে একটি মাদ্রাসা যেখানে হাফেজিয়া পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, আরও আছে একটি
দৃষ্টীনন্দন জামে মসজিদ যা গ্রামের ধর্মপ্রান মানুষের ইবাদতের আদর্শ স্থান হিসাবে
বিবেচিত হয়।এই গ্রামেই আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর পাড়িয়ে এখন আমি
যুবক।এই গ্রাম টা খুব সুন্দর, এখানে মানুষের বসবাসের জন্য যা কিছু প্রয়োজন তাঁর
সবকিছু এখানে আছে তাঁর পরেও আমার কাছে এটা বসবাসের আযজ্ঞ একটা গ্রাম বলে মনে হয়। কারন এখানে আইনের শাসন নেই বললেই চলে, এখানে
ন্যয়বিচার প্রভাবশালী আর ধনী বেক্তিদের হাতের মুঠই এখানে ন্যয়বিচার পাইতে হলে তাকে
কোন একটা প্রভাবশালী জাঁতি গষ্ঠীর সদস্য, আথবা ধনী হতে হবে, সধারন মানুষ এর কাছে
ন্যয়বিচার যেন আসম্ভব একটা ব্যাপার এখানে, আর বিচারক মণ্ডলীদের তো গুণের শেষ নেই তারা একদিনের বাজার খরজ পাইলে
আনাসে একটা অন্যয় কে ন্যায় বলে চালিয়ে দিতে পারে।একজন প্রকৃত চোর কে সাধু বানিয়ে
দিতে পারে, আর যদি অপরাধী হয় কোন এক প্রভাবশালী জাঁতি গষ্ঠীর
সদস্য তাহলে তো আর কথাই নেই তাঁর জন্য সাত খুন মাপ।